১। লোকালয়ের বাহিরে গ্রান্ড গ্র্যান্ড/গ্রান্ড প্যারেন্ট স্টক খামার স্থাপন করিতে হইবে।
২। খামারের চতুর্দিকের কমপক্ষে ৫ কিঃ মিঃ এর মধ্যে গবাদি পশু, পাখির খামার, মিট প্রসেসিং কারখানা এবং অন্য কোন ভারী শিল্প কারখানা থাকিতে পারিবে না।
৩। অবশ্যই এনভাইরানমেন্টাল কন্ট্রোল হাউজ হইতে হইবে।
৪। উন্নত বায়ো-সিকিউরিট অনুসরণ করিতে হইবে।
৫। সরকার কর্তৃক অনুমোদিত নিজস্ব রোগ নির্ণয়ের ল্যাবরেটরী থাকিতে হইবে।
৬। হ্যাচারী ওয়েস্ট (ENG) অসুস্থ/মৃত বার্ড অপসারণের জন্য ইনসিনারেটর থাকিতে হইবে।
৭। হ্যাচারী সর্বদা সিঙ্গেল স্টেজ হইতে হইবে।
৮। নিজস্ব ফিড মিল থাকিতে হইবে।
৯। লোকালয়ে কোন দুর্গন্ধ/অসুবিধা সৃষ্টি করিতে পারিবে না।
১০। অসুস্থ মুরগী পরিচর্যার জন্য পৃথক সেডের ব্যবস্থা থাকিতে হইবে।
১১। খামারের পরিচর্যায় কর্মরত সকলকে খামারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকিতে হইবে।
১২। পাখির ইতিহাস, রোগাক্রামেত্মর হার, রোগের লক্ষণ, প্রদত্ত চিকিৎসা, মৃত্যুহার, পোস্টমর্টেম রিপোর্ট, ল্যাবরেটরী পরীক্ষার রিপোর্ট, রোগের স্ক্রিনিং পদ্ধতি, স্ত্রিনিং এর ফলাফলসহ রোগ সংক্রামত্ম রেকর্ড সংগ্রহ ও সংরক্ষণ করিবেন এবং পশুসম্পদ অধিদপ্তরকে নিয়মিত সরবরাহ করিতে হইবে।
১৩। অভিজ্ঞ ভেটেরিনারীয়ানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে খামার পরিচালিত হইতে হইবে।
১৪। গ্রান্ড প্যারেন্ট স্টক ভার্টিক্যাল ডিজিজ মুক্ত হইতে হইবে।
১৫। গ্রান্ড প্যারেন্ট স্টক/প্যারেন্ট স্টক বাচ্চা সরবরাহের সাথে অবশ্যই ভেটেরিনারি কর্মকর্তা প্রদত্ত হেলথ সার্টিফিকেট থাকিতে হইবে।
১৬। বিক্রিত প্যারেন্ট বাচ্চা কোন হ্যাচারীতে পাঠান হইয়াছে তার রেকর্ড সংরক্ষণকরণ।
১৭। খামারে বর্জ্য (ব্যবহূত লিটারসহ) অপসারণের আধুনিক ব্যবস্থাপনা থাকিতে হইবে।
১৮। খামার নিবন্ধনকৃত হইতে হইবে।
আবেদন করুন
Krishi Khamar Sarak, Farmgate, Dhaka-1215
Phone: 02 9101932; Fax: 02 9110326; E-mail: dgdls16@gmail.com